1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

বরগুনায় নির্বাচনীয় সমর্থকদের মারামারি ; দু’পক্ষের আহত ১২

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪

 

আবুল হাসান, নিজস্ব প্রতিনিধি: বরগুনার তালতলীতে নির্বাচনীয় প্রতিহিংসার জেরধরে মারামারির ঘটনায় দু’পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে।এরমধ্যে গুরুতর আহত ৪ জনকে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড় পাড়া এলাকায় গত ৫ জুন নির্বাচন চলাকালে ঘোড়া এবং আনারস সমর্থন করাকে কেন্দ্র করে আরিফের সাথে তর্কে জড়ায় হিরোন গং।এ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় ৩ বার মারামারি হয়।বৃহস্পতিবার (১৩ জুন ২৪) বিকেল ৫ টার দিকে আরিফ (১৯) দোকানে ঔষধ কিনতে গেলে সেখানে আটক করে সাগর ও নাইম সহ বেশ কয়েকজন।এদিকে আরিফ আটকের সংবাদ পেয়ে তার বাড়ীর লোকেরা ছুটে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।এতে আরিফ (১৯) সহ ৯ জন আহত হয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনের অবস্থা আশংকাজনক দেখে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এবং অন্যদিকে হিরোন (৩৫) সহ ৩ জন আহত হয়।এরমধ্যে একজনকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এবিষয়ে হিরোন গং মারধরের কথা অস্বীকার করে বলেন, আমি তাদের বিরুদ্ধে একটি মামলার স্বাক্ষী হয়েছি তাই আমার উওর ক্ষিপ্ত হয়ে মারধর করে। আমরা তাদেরকে মারধর করিনি।অন্যদিকে একিন হাং বলেন, আমার ছেলে আরিফের সাথে নির্বাচনীয় বিষয় কথা কাটাকাটি হয়। পরে বিভিন্ন স্থানে তাকে আটক করে এবং গতকাল আমার ছেলেকে মারধরের সংবাদ পেয়ে সেখানে গেলে তারা পূর্বপরিকল্পিত ভাবে আমাদেরকেও মারধর করে।তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক মোবাইল টিম পাঠাই এবং অভিযোগ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park