
আব্দুল্লাহ আল মোমিন,পাবনা জেলা প্রতিনিধি।।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে।অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-২, পাবনা র্যাবের আভিযানিক দল অদ্য ১৪ অক্টোবর, ২০২৪ তারিখ দুপুরে পাবনা জেলার আতাইকুলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০৪টি হত্যা ও ০১টি অস্ত্র আইনে মামলার পলাতক আসামী মোঃ গোলাম রব্বানী (৪৫), পিতা-মৃত জব্বার প্রামানিক, সাং-পূর্ব বনগ্রাম, থানা-আতাইকুলা, জেলা-পাবনাকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়।