
শেখ মাসুদ রানা,পাবনা সদর প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌর শাখার কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত। গতকাল শুক্রবার(১৮ অক্টোবর ) আলহাজ্ব আছির উদ্দিন সরদার অডিটোরিয়ামে অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় ও পৌর আমীর অধ্যাপক রাকিব উদ্দিনের সভাপতিত্বে শিক্ষা শিবিরে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসাইন, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি আব্দুর রহমান, সুজানগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক হিসাব উদ্দিন, পাবনা পৌর আমীর ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, ডঃ মুহাম্মদ ইদ্রিস, ইঞ্জিনিয়ার ফরিদুল হাসান, এস এম ইদ্রিস আলী, কবি নুমান মুশাররফ, মাওলানা ফুরকানুল হামিদ, মাওলানা শিহাবুল আলম, মুঞ্জিল হক প্রমুখ।শিক্ষা শিবিরে জামায়াত কর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথমে জামায়াত দক্ষ ও যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।সামাজিক দায়বদ্ধতা থেকে নিজেকে সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠা করতে। সমাজের সকল পর্যায়ের মানুষের মনকে জয় করতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের নীতি-নৈতিকতায় উন্নত চরিত্রের অধিকারী হতে হবে।