1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পরও বহাল তবিয়তে খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ড কাতার ফেরত ‘নিষিদ্ধ ছাত্রলীগ নেতা’ বিমানবন্দরে আটক আমতলীতে শিক্ষক অপহরণের ঘটনায় গ্রেপ্তার ২, শিক্ষকের বিরুদ্ধে হয়রানি মূলক পাল্টা মামলা খুলনা বা‌গেরহাট সাতক্ষীরাসহ দেশের ১৫ জেলায় নতুন ডিসি খুলনায় ‘আমার দেশ’ পত্রিকার দুই সাংবাদিকের উপর হামলা নতুন প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক-মিয়া গোলাম পরোয়ার কাচ্চি ডাইনে সরবরাহের সময় পচা মাংসসহ আটক ১ বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বোয়ালমারী রণক্ষেত্র ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যায় অভিযুক্ত ৭ ‘মাদক কারবারী’

পাবনায় ছাত্রদল ক্যাডারের ছুরিকাঘাতে যুবদলের ৩ নেতা আহত, এক জনের অবস্থা আশংকাজনক

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

 

মাসুদ রানা,পাবনা সদর প্রতিনিধি।। পাবনা জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন ও তার ক্যাডারদের ছুরিকাঘাতে যুবদলের ওয়ার্ড পর্যায়ের তিন নেতা আহত আহত হয়েছে।বৃহস্পতিবার (১৮অক্টোবর) দিবাগত রাত ১০ টার দিকে পাবনা সদর থানার দোগাছি ইউনিয়নাধীন রামচন্দ্রপুর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, রামচন্দ্রপুর গ্রামের মোঃ হাল্টু সেখের ছেলে মো: সুনাই শেখ (৩২), মোঃ তুহিনের ছেলে রনি (৩০) ও বাংলা বাজার স্কুল পাড়ার মোঃ বাবলুর ছেলে সম্রাট (২২)। আহত সুনাই শেখ দোগাছী ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি,আহত রনি ৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ও সম্রাট একই কমিটির সদস্য বলে দোগাছী ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মিরাজ আহম্মেদ জানান।স্থানীয়রা জানায়, এলাকার প্রভাব বিস্তার নিয়ে কয়েকদিন ধরে দুগ্রুপের মধ্যে উত্তেজনা চলছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে পাবনা জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন ও তার ক্যাডার বাহিনী শহর থেকে বাংলাবাজারে গিয়ে স্থানীয়দের হুমকি-ধামকি দিতে থাকে। এরফলে বাংলাবাজার এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে পাবনা থানার এসআই জাকির হোসেন সঙ্গীয় পুলিশসহ ঘটনাস্থলে উপস্তিত হন। এ সময় সাদ্দাম ও তার ক্যাডাররা পুলিশের সামনেই প্রতিপক্ষের তিনজনকে এলোপাথারী ভাবে ছুরিকাঘাত করে। সুনাই শেখের পেটে ছুরিকাঘাত করায় তার ভুড়ি বের হয়ে যায়, রনির চোখে ও সম্রাটের পায়ে গুরুতর জখম হয়।আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুনাই শেখকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আহত রনি ও সম্রাট পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।পুলিশের উপস্থিতিতে হামলার বিষয়ে এসআই জাকির হোসেন জানান,’উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির খবর পেয়ে সঙ্গীয় পুলিশ সদস্যসহ আমি ঘটনাস্থলে যাই। দুই গ্রুপকে শান্ত করে এবং মুখোমুখি অবস্থান থেকে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসি। আমরা চলে আসার পর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরবর্তী ঘটনার খবর পেয়ে পাবনা থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম ঘটনাস্থলে যান বলে জানান তিনি’।ঘটনার পর থেকে বাংলাবাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান অফিসার ইনচার্জ আব্দুস সালাম।এ ঘটনায় শুক্রবার বিকেলে বাংলাবাজারে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দোগাছী ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বাবুলের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারেক, সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, রতন মেম্বার, রেজাউল মেম্বার, বিএনপি নেতা আব্দুল ওহাব, বাদশা, রবিউল ইসলাম, হামিদ, দোগাছি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন, সহ-সভাপতি রফিক মোল্লা, উজ্জ্বল শেখ, ডাবলু শেখ, সহ-সাধারণ সম্পাদক পলাশ হোসেন, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ সকল অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park