
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত জলাধার দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।শনিবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে জলাধার বিতরণ করেন সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর।স্বাগত বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শাহাদাৎ হুসাইন। বক্তব্য রাখেন, যুবলীগনেতা সুকুমার ঢালী, পরেশ মন্ডল, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সিসিটি অরুন ঢালী প্রমুখ।এসময়ে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ২৬০জন দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জলাধার বিতরণ করা হয়েছে।