
রাজু আহম্মেদ শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে মানিকগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে মানিকগঞ্জ আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরবিপণীর সামনে এসে শেষ হয়।পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি সঞ্চালনা করেন এডভোকেট বজলুর রহমান বজলু।সমাবেশে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট জামিলুর রশিদ খান জামিল বলেন, “আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে ন্যায়বিচার বলে কিছু ছিল না। মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছিল। আর তারেক রহমানকে বছরের পর বছর মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। মানিকগঞ্জসহ সারাদেশে হাজার হাজার নেতাকর্মী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছেন।”তিনি আরও বলেন, “কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে ১৫০০-এর বেশি আন্দোলনকারী শহীদ হয়েছেন। মানিকগঞ্জের শিবালয় ও সাটুরিয়ার দুজন নিহত হয়েছেন। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ। ”সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এডভোকেট মহিউদ্দিন স্বপন, এডভোকেট মো. মাসুদুর রহমান মাসুদ, এডভোকেট মো. আক্তারুজ্জামান লিটন ও এডভোকেট দেওয়ান মো. মিজানুর রহমানসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।