
ধরেছে পচন ধমনী মজ্জায়
শিরায় শিরায়।
মানচিত্র গিলে খাচ্ছে
শত সহস্র কিরায়।
মানবতা বিধুর নিদারুণ সুর
দয়া দাক্ষিণ্য
ভূলেছে ওরা সবে
স্বার্থ করে পন্য।
বিবেক ওদের হয়েছে ভ্রষ্ট
বানিয়ে কলির কেষ্ট
তিমিরের করে আহ্বান
যাচ্ছে ঝরে প্রাণ
৭১ ভুলে আবেগের ছলে
হলো কি ভুল ?
আগুনে গিলে খাচ্ছে
চম্পা চামেলী ফুল।
ওরে আহাম্মক মূর্খের দল
শত সাফল্য
হয়ে যাবে নিষ্ফল
মানুষকে ভাবলে পণ্য।
ইতিহাস কখনোই করেনি ক্ষমা
দুঃশাসনের জন্য
রক্তের হোলি খেলা
এ কেমন তারুণ্য
নূর মোহাম্মদ (রাজ্য)