
সাগর তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পান্ডারগাঁও ইউনিয়নে ০৪ নং ওয়ার্ড পলিরচরে, গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন লুটন, ইউকে এর পক্ষ থেকে বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।আব্দুল হেকিমের সভাপতিত্বে এবং জাহেদ হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।আজ ১৪ সেপ্টেম্বর ২০২৪ ইংরেজি রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কদ্দুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল মানিক মাষ্টার, আরো উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হক, স্বাস্থ্য সহকর্মী লাল মিয়া, মাষ্টার জমির আলী, লন্ডন প্রবাসী মোঃ ফরিদ মিয়া, জহুর উদ্দিন বাবর, সাংবাদিক শাহনুর ওয়াদুদ সাগর তালুকদার, কবির আহমদ,পলিরচর সঃ প্রাঃ বিদ্যালয়ের সাবেক সভাপতি সেবুল মিয়া প্রমূখ।