
এস ডব্লিউ সাগর তালুকদার,সুনামগঞ্জ প্রতিনিধি।।সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনু মিয়া স্কুল ও কলেজের এস এস সি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার মাহফিল পালন করা হয়।২৭ ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি (বৃহস্পতিবার ) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠানটি পালন করা হয়। হাজী কনু মিয়া স্কুল ও কলেজের প্রিন্সিপাল মাষ্টার রফিজ আলীর সভাপতিত্বে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী কনু মিয়া স্কুল ও কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি মাষ্টার সবুজ মিয়া। সহকারী শিক্ষক মাষ্টার জুলফিকার আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মাষ্টার জয়নুল আবেদিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মেম্বার মুক্তার আলী, সৈরত আলী তালুকদার সমাই, কাজী আব্দুল কাদির, আব্দুছ ছুবহান, মাও : দিলোয়ার হোসেন, সাংবাদিক শাহনুর ওয়াদুদ সাগর তালুকদার, আব্দুছ ছুবহান, লাল মিয়া, মাও: আব্দুল হক, সিদ্দিকুর রহমান, আজমল হোসেন। আরো বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মাষ্টার নিজাম উদ্দিন, মাষ্টার হেলাল আহমেদ, মাষ্টার শুকুর আলী, আরো উপস্থিত ছিলেন, সিরাজ মিয়া,নিজাম উদ্দিন, হাফিজ সৈরত আলী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সুমাইয়া, মারুফা, নাদিয়া, মাহবুবুল আলম, সালমান প্রমূখ ।