স্টাফ রিপোর্টার।।দেশে দুর্নীতিতে ছেয়ে গেছে। ঠিক করতে সময় লাগবে। আশা করি নতুন বাংলাদশ তৈরিতে সবাই পাশে থাকবেন। অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চায় অন্তর্বর্তী সরকার। তবে দেশের আইন থেকে শুরু করে প্রশাসনসহ বিভিন্ন সংস্থা পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার।রোববার (১৮ আগস্ট) ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।তিনি বলেন, ছাত্র আন্দোলনে শত শত মানুষ মারা গেছে। হাজারো মানুষ আওয়ামী লীগ ও তার দলবলের দ্বারা আহত হয়েছে। অনেক ছাত্র চোখে গুলি খেয়েছে, আমি তাদের দেখতে গিয়েছিলাম। আমরা জানি না ওদের কি হবে।ড. ইউনূস বলেন, ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এই সরকারের অগ্রাধিকার হলো আইন শৃংখলা বাহিনীর দ্বারা সমাজে শান্তি ফিরিয়ে আনা।তিনি আরও বলেন, পৃথিবীর কোনো দেশের ছাত্রদেরকে এত ত্যাগ করতে হয়নি। পৃথিবীর কোথাও নাগিরকেরা এতটা মানবাধিকার বঞ্চিত হয়নি।উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। ওই আন্দোলনে ঢাকাসহ সারাদেশে কয়েকশ মানুষের প্রাণহানি হয়। সরকার পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর উপদেষ্টারা বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ ও বিক্ষোভের মধ্যে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে তাদের নেতাদের সঙ্গে কথা বলেন ড. ইউনূস।