
এস এম দেলোয়ার হোসেন।।রোগাক্রান্ত বৃদ্ধ আছিয়া বেওয়ার বয়স প্রায় ৭০ বছর।স্বামি নাই। বড় ছেলে স্ত্রী সন্তান নিয়ে অনেক আগে অন্যত্র চলে গেছে।ছোট ছেলে দিন মজুর।তার উপর নির্ভর শীল বৃদ্ধ মা,স্ত্রী ও ৩ সন্তান। মাথা গোজার ঠাই নেই।বহু আগে যমুনা নদীতে তাদের বাড়িঘর,জমা জমি সব কিছু বিলীন হয়ে গেছে। পুর্বে বাড়ি ছিলো দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের হলকারচর গ্রামে। বাস্তভীটা হারা এই অসহায় পরিবার কোথাও জমি কিনে বাড়ি করতে না পেরে অবশেষে সপরিবার আশ্রয় নিয়েছেন পরিত্যাক্ত রেল লাইনের উপর।এখানেই দুঃখ কষ্ট ব্যথা বেদনা ও নানা সমস্যার মধ্যে বসবাস করে আসছেন।সেখানে গিয়ে দেখা গেল,ছোট্ট এক কুঠরি গৃহে দিন মজুর ছেলে,ছেলের বউ ও তাদের সন্তানরা।এ ঘরে কিভাবে এত মানুষ বাস করে বুঝা দায়। আছিয়া সহ অন্যদের শরীরে কোন শীতের পোষাকও নাই। বৃদ্ধ রোগাক্রান্ত আছিয়া বেওয়া সহ্রদয়বান মানুষ ও সরকারে কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি ইউএনও অফিসে একটি সাহায্যের আবেদন করেছেন।আবেদনে উল্লেখিত বিকাশ নাম্বার (০১৪০৮৬২৮৬১৫)।