
নিজস্ব প্রতিবেদক : “আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার” কেন্দ্রীয় নিতি নির্ধারনী কমিটির বর্ধিত সভায় ৩ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃত কর্মকর্তাদের নামে সংস্থার নিকট বেশকিছু অভিযোগ আসলে তদন্তে সাপেক্ষে প্রাথমিকভাবে তার সত্যাতার প্রমান পায় কেন্দ্রীয় কমিটি।তারই ভিত্তিতে গতকাল ৩ জুন মঙ্গলবার বর্ধিত সভায় মোঃ সোলাইমান হাওলাদার, মইনুর রশীদ ও এ এইচ রোমিও কে সাময়িকভাবে সংস্থার সকল পদ-পদবি থেকে অব্যাহতি প্রধান করা হয়।পাশাপাশি আগামী ৩০ কর্ম দিবসের মধ্যে জাহারুল ইসলাম জীবন এর নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট উচ্চতর তদন্ত কমিটিকে অভিযোগের পূর্নাঙ্গ তদন্তের দায়িত্ব দেওয়া হয়।উক্ত তদন্তে অভিযোগ প্রমানিত হইলে অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান মুহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ।