
ভ্রাম্যমাণ প্রতিনিধি (খুলনা) দিঘলিয়া।।দিঘলিয়া উপজেলার সেনহাটি মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে হামলা ভাঙ্গচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেনহাটি কেসিআই ক্লাব এলাকা নিবাসী মোঃ মুরাদ হোসেনের পুত্র শান্ত (২৮) যৌথ বাহিনীর চৌকস টিমের অভিযানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স রোড থেকে গ্রেফতার হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর রাত ৮ টার সময় দিঘলিয়া উপজেলার সেনহাটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শান্তকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজী ও মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে।এলাকায় মাদকের আধিপত্য নিয়ে নিহত মাইনুল শান্তকে কুপিয়ে মারাত্নক রক্তাক্ত জখম করে। তারই জের ধরে প্রতিশোধ নিতে শান্তর নির্দেশে বাইদে পাড়ার আল আমিন নামক জনৈক যুবকের নেতৃত্বে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র গত ২০২৩ সালের ৬ মার্চ মাইনুলকে কুপিয়ে মারাত্নক রক্তাক্ত জখম করে। তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যে মামলাটি এখনও চলমান রয়েছে।উল্লেখ্য গত ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগের পর ৫ আগষ্ট ও ৬ আগষ্ট এলাকার সংঘবদ্ধ দুর্বৃত্ত সেনহাটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হামলা ও ভাঙ্গচুর ও লুটপাট চালায়।আগন্তক দুর্বৃত্তরা ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটসহ ভাঙ্গচুর চালাই। এক সূত্রে জানা গেছে, সেনহাটি বাইদে পাড়া ও সরিষাপাড়া থেকে এসে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হামলা ভাঙ্গচুর ও লুটপাট চালিয়েছে।উল্লেখযোগ্য হামলাকারী এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে এবং লুন্ঠিত মালামাল এখনও উদ্ধার করতে পারেনি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এমনটাই জানিয়েছেন এলাকার বিজ্ঞমহল।