
আবুল হাসান, নিজস্ব প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে প্রতিপক্ষের সাথে জমিজমা বিরোধের জেরে প্রাণ হারিয়েছে ঘেরের মাছ। বিষের যন্ত্রণা সয্য করতে না পেরে বেকুল হয়ে ছুটে আসছে ঘের পাড়ে। আর আটকা পড়তে হয়েছে দুর্বৃত্তদের বেড় জালে।শনিবার (২২ ফেব্রুয়ারী ২০২৫) দিবাগত রাতে উপজেলার আঙ্গার পাড়া গ্রামের আঃ মজিদ মুন্সীর ছেলে হাফেজ বিনইয়ামিনের। ঘের মালিক হাফেজ মাওঃ মোঃ বিনইয়ামিন চাকরীর সুবাদে গাজিপুর সিটিতে অবস্থান করছেন। এ ঘটনায় তালতলী থানায় একটি লিখিত অভিযোগ করেন তার চাচাত ভাই আবুল কালাম মুন্সী। তালতলী থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শণ করেন।সরেজমিন গিয়ে জানা যায়, শনিবার রাত ১১ টার দিকে মাছের ঘের দেখাশোনা শেষে বাসায় ফিরে ঘুমিয়ে পরে ঘের মালিকের বড় ভাই আবুল বাশার মুন্সি। সকালে মাছের ঘেরে গিয়ে মাছ ভেসে উঠতে দেখতে পায়। বিষয়টি তিনি স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গকে জানান। প্রাথমিকভাবে স্থানীয়রা ধারনা করেন মাছের ঘেরে বিষ প্রয়োগের মাধ্যমে মাছের শক্তিরোধ করে বেড় জাল দ্বারা মাছ শিকার করেছে। শিকার শেষে ঘের পাড়ে একটি বেড় জাল ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।এরপর ঘেরের দক্ষিণ দিক দিয়ে কৃষি জমির ওপর দিয়ে মাছ নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। ঘেরের এক পাড়ে তাদের কৃষি জমিতে সেচ দেওয়ার একটি মর্টার (পানির পাম্প) নিয়ে গেছে চোরচক্র।ঘের মালিক হাফেজ বিনইয়ামিন মুন্সির বড় ভাই আবুল বাশার মুন্সি এবং চাচাতো ভাই আবুল কালাম মুন্সি বলেন, আমরা ঘের পাড়ে এসে দেখি রাতের আধারে বিষ প্রয়োগ করে জাল টেনে মাছ শিকার করে নিয়ে যায়। এতে আমাদের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়। তারা আরও বলেন, আমাদের সাথে স্থানীয় একটি মহলের সাথে জমিজমা সংক্রান্ত মামলা মোকাদ্দমা রয়েছে। তারা একেরপর এক আমাদের জমিজমা ও বাড়ির ঘর বেদখল করার চেষ্টা করছে।এ সময়ে তারা আরও জানান, কে বা কাহারা মাছ শিকার করেছে আমরা এ-ই মুহুর্তে তাদের নাম প্রকাশে অনিচ্ছুক।তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজালাল জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।