
ইমরুল ইসলাম ইমন খুলনা থেকে।। খুলনা-৫ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগার লবী বলেন, আমি নির্বাচিত হলে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। পাশাপাশি এ অঞ্চলের, মিল কলকারখানা,যে গুলো ইতিমধ্যে বন্ধ হয়েছে সে গুলো টেকসই উন্নয়নের মাধ্যমে এবং নতুন নতুন শিল্প কারখানা নির্মাণের মাধ্যমে অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা হবে।তিনি বলেন, আওয়ামী লীগ ১৬ বছর দেশ শাসন করেছে ঠিক কিন্তু দেশ গড়তে পারেনি।তাদের আমলে একটি প্রকল্পের কাজেও টেকসই উন্নয়ন হয়নি।সোমবার ৭ই জুলাই দুপুর ২.৩০ মিনিটে ডুমুরিয়া উপজেলা আন্দুলিয়া ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।এ সময় আন্দুলিয়া ইউনিয়নে কেন্দ্রীয় নব নির্মিত মসজিদ এর নির্মাণ কাজের জন্য বিশেষ অনুদান প্রদান করেন,পাশাপাশি আন্দুলিয়া প্রাইমারি স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন।পরবর্তীতে বেলা ৩:৩০ ঘটিকায় ফুলতলা কুমরাইল ইউনিয়ন (বিএনপি কার্যালয়) চেয়ার এবং এলসিডি টিভি প্রদান করেন।এ সময় উপস্থিত বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে জনাব আলী আজগর লবী বলেন,ডুমুরিয়া-ফুলতলার প্রান্তিক মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন এবং সাম্যের এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষে দেশ ও জনগণের স্বার্থে সকলকে একযোগে কাজ করতে হবে।তিনি বলেন, এ উপজেলায় আমার বাপ দাদার ভিটে বাড়ি সুতরাং এ উর্বর ফুলতলা ডুমুরিয়া,কে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই। এজন্য সকল শ্রেণি পেশার মানুষদের সাথে নিয়ে কাজ করতে চাই।পরবর্তীতে ৪:০০ টায় ফুলতলা (টুলনা) গ্রামবাসীর আয়োজনে ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ খেলার শুভ উদ্বোধন সূচনা করেন জনাব আলী আজগর লবী।এ সময় খেলোয়াড় এবং উপস্থিত সকল তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, তরুণ সমাজকে মাদক ও প্রযুক্তির আসক্তি থেকে ফিরিয়ে এনে খেলাধুলার মাধ্যমে মেধাভিত্তিক, স্বাস্থ্যবান তরুণ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে (খুলনা-৫) আসনের ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী, খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধনী বক্তব্যে জনাব আলী আজগর লবী বলেন-তরুণ প্রজন্মকে মাদক এবং অতিরিক্ত মোবাইল প্রযুক্তি নির্ভরতা থেকে রক্ষা করে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে।তিনি আরো বলেন, “সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই তরুণদের মাঠমুখী করে শারীরিক ও মানসিকভাবে গড়ে তুলতে হবে।উক্ত প্রীতি ফুটবল ম্যাচে আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ সহ, ফুলতলা উপজেলার বিএনপি, ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলি আসগার লবী বলেন, ২০০১ সালে নির্বাচনে খুলনা-২ আসন থেকে তিনি জয়লাভ করেন।আগামী জাতীয় নির্বাচনে কেন্দ্রীয় বিএনপি’র উর্ধ্বতন নেতৃবৃন্দের নির্দেশে তিনি নিজেকে খুলনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী। বিএনপি ক্ষমতায় আসলে এবং খুলনা-৫ আসন থেকে জয়লাভ করতে পারলে তার প্রথম কাজ হবে বিল ডাকাতিয়া,সহ ডুমুরিয়ারা,ফুলতলা, উত্তর, ও দক্ষিণ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান সহ মাদক মুক্ত সমাজ গঠন।পাশাপাশি অবহেলিত ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা হবে টেকসই উন্নয়নে রোল মডেল।তিনি বলেন, দল যদি এ আসনে আমাকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দেয় সেক্ষেত্রে আমিও তার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ।