1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন

ডুমুরিয়ায় খালের উপর আবাসিক এলাকা, দেখার কেউ নেই!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

 

খুলনা প্রতিনিধি।।খুলনার ডুমুরিয়ায় কালিতলা সরকারি খালের উপর তৈরি হয়েছে আবাসিক এলাকা! এ যেন দেখার নেউ কেউ। পানি নিষ্কাশনের একমাত্র খালটি আটকে পড়ায় স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়তে যাচ্ছে বিলপাবলা এলাকা। অবৈধ দখল উচ্ছেদ করে দ্রুত খাল পুনঃখননের দাবি এলাকাবাসীর।জানা যায়, রাজবাঁধ এলাকা থেকে মোস্তফার মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের কালিতলা খালটি বর্তমান আবাসিক ব্যবসায়ীদের করাল গ্রাসে বিলীন হতে যাচ্ছে। এ খাল দিয়ে বিলপাবলা মৌজার পানি রায়েরমহল স্লুইজ গেট হয়ে ময়ুর নদী দিয়ে নিষ্কাশন হয়ে থাকে। গত কয়েক বছর ধরে খালটি দখলের মহোৎসব শুরু হয়। ৩৫ থেকে ৪৫ ফুট পর্যন্ত প্রশস্থ খালটি বর্তমানে ছোট নালায় পরিণত হয়েছে। কোথাও ১০ ফুট, কোথাও ৭ ফুট বা কোথাও তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। খাল ভরাট করে আবাসিক এলাকার রাস্তা, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে।দখলদাররা প্রভাবশালী হওয়ায় ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পায় না। অদৃশ্য শক্তির বলে আবাসিক ব্যবসায়ীদের খাল দখলের মহোৎসব অব্যাহত রয়েছে।পানি নিষ্কাশনে বাঁধা হওয়ায় প্রতি বছর বৃষ্টির মৌসুমে জলাবদ্ধতার কবলে পড়ছে বিলপাবলা মৌজার খয়রাতলা, ভাঙ্গাড়িভিটা, বিলপাবলা মুসলমানপাড়া, ফলইমারিসহ বটিয়াঘাটা উপজেলার রাজবাঁধ ও আলাইপুর এলাকা। এ এলাকায় ২০ হাজারের বেশি জনসংখ্যা রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কালিতলা খালটি সম্পূর্ণ প্রভাবশালীদের দখলে। খাল ভরাট করে তারা আবাসিক এলাকার রাস্তাসহ বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। যার কারণে বৃষ্টি মৌসুমে এ অঞ্চলে জলাবদ্ধতা শুরু হয়েছে।গুটুদিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম জানান, বিভিন্ন ল্যান্ড ব্যবসায়ীদের দখলে থাকার কারণে কালিতলা খালের অস্তিত্ব কোথাও আছে, কোথাও নেই। ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়াতে তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। প্রকাশ্যে প্রতিবাদ করার কারণে তিনি বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানান, স্থানীয় জমি ব্যবসায়ী ও কিছু প্রভাবশালী লোকজন কালিতলা খাল দখলের চেষ্টা করেছে, এটা আমাদের নলেজে আছে। ওই এলাকায় ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চালানো হবে।জলাবদ্ধতার বিষয় নিয়ে তিনি বলেন, শোলুয়া এলাকায় স্লুইচ গেটগুলো আংশিকভাবে খুলে দেয়া হয়েছে। সেখান দিয়ে পানি সরবরাহ অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park