
টাঙ্গাইল প্রতিনিধি।।টাঙ্গাইলে অন্তত কয়েক হাজার মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেছেন জেলা বিএনপি। টাঙ্গাইলের করটিয়া বাজারে শীত বস্ত্র বিতরন শেষে এ সব তথ্য জানান জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।এছাড়াও আগামী দিনগুলিতে আরো ৩ লক্ষ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হবে বলেও তিনি জানান।শনিবার করটিয়া বাজার সমিতির সভাপতি মো: ইউসুফ আলীর অর্থায়নে স্থানীয়ের মাঝে ১৫ শত কম্বল বিতরন করে উপজেলা বিএনপি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন,আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে জেলা বিএনপির সাধারন সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, এদেশে মাইনাস টু ফর্মুলা কখনোই সম্ভব হবে না।ইতোপূর্বও অনেকে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তারা দেশে এসে নির্বাচন অংশগ্রহণ করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।