
শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।জেনিথ স্কল এন্ড কলেজের পক্ষ থেকে ৫০ জন অভিভাবককে কোরআন শরীফ দেওয়া হয়েছে।শনিবার (২২ মার্চ) সকালে মানিকগঞ্জ শহরের জেনিথ স্কুল এন্ড কলেজে এই কোরআন শরীফ বিতরণ করা হয়।এসময় প্রতিষ্ঠানটির পরিচালক মিজানুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি অভি হাসান দেওয়ান,প্রমুখ উপস্থিত ছিলেন।এমন উদ্যোগকে প্রশংসা জানিয়ে অভিভাবকরা বলেন, রমজান মাসে এই কোরআন শরীফ উপহার পেয়ে খুবই ভালো লাগলো। এতে করে অভিভাবকদের মাঝে ইসলামিক চর্চা বাড়বে। প্রতিষ্ঠানের এই উদ্যোগ অব্যাহত থাকুক।