
দিগন্ত রিপোর্ট।। জাতীয় ঐক্য সমন্ধয় পরিষদের প্রধান সমন্বয়কারী, সাবেক মন্ত্রী, বিএলডিপি’র চেয়ারম্যান এম. নাজিম উদ্দিন আল-আজাদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি ও স্থিতিকে মাজবুত করার লক্ষ্যে সরকার গৃহিও জুলাই ঘোষণা পত্র, বিচার কার্য সম্পন্ন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যে সকল দল নির্বাচন করেনি তাদের সংগে সংলাপের জোর দাবী ও স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করেই জাতীয় নির্বাচনের উপর গুরুত্বারোপ করেন।তিনি গতকাল শুক্রবার বিকালে রাজধানীর মালিবাগে বিএলডিপির কার্যালয়ে ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন সেকেন্দার আলী মনি, বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম, এস এম মোস্তাফিজুর রহমান (মোস্তাক সরকার),মুহাম্মদ আব্দুল আহাদ নূর, শাহবাজ জামান, ডা: আসলাম আল মেহেদী, কে সি মজুমদার, প্রফেসর এ আর খান,মিজানুর রহমান মিজু, খন্দকার এনামুল নাসির, আবুল কাসেম মজুমদার প্রমুখ।