
জয় ই মামুন বিশেষ প্রতিবেদক।। জিয়া পরিবারের অন্যতম সদস্য নীলফামারী জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার ভাগিনা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা জেলার ধামরাই উপজেলা বিএনপি। ধামরাই উপজেলার বাড়বারিয়া বাসষ্ঠান এলাকায় বিকেল ৪ ঘটিকায় শত শত মানুষের উপস্থিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ধামরাই উপজেলা ছাড়াও মানিকগঞ্জ সদর থানার আটিগ্রাম ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ধামরাই উপজেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি ও ঢাকা জেলা বিএনপির কোষাধ্যক্ষ সোহেল হায়দার চৌধুরী কবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভুঁইয়া হাবু, মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ছোরহাব হোসেন, খালেদা জিয়া মুক্তি পরিষদ কেন্দ্রীয় নেতা সরদার আতিকুর রহমান আতিক, ধামরাই উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভুঁইয়া হাবু, ধামরাই উপজেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি ও ঢাকা জেলা বিএনপির কোষাধ্যক্ষ সোহেল হায়দার চৌধুরী কবির, মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ছোরহাব হোসেন, খালেদা জিয়া মুক্তি পরিষদ কেন্দ্রীয় নেতা সরদার আতিকুর রহমান সহ উপস্থিত নেতৃবৃন্দ। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বলেন অবিলম্বে জিয়া পরিবারের সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই মুক্তি না হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে তুহিন ভাইয়ের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের কাছে অনুরোধ করে অবিলম্বে তুহিন ভাই মুক্তি দাবি জানান মানববন্ধন শেষে ঢাকা আরিচা মহাসড়কে সমাবেশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।