1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

জিয়াউর রহমানকে অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা কৃষক দল।শুক্রবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১ টায় মানিকগঞ্জ শহরের খোন্দকার দেলোয়ার হোসেন ‘ল’ কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলার নেতৃবৃন্দরা।বিক্ষোভ সমাবেশে জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন খান দুলাল, মো. আব্দুল খালেক শিকদার, কৃষিবিদ মো. আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম নিলয়, মো. আ. বারেক মাওলানা আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল ও দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদসহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের দুই সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।সভায় জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি তার সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আজ তাকে নিয়েও মিথ্যা অপপ্রচার ও ছবি অবমাননা করা হচ্ছে। বিগত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আজ তাকে নিয়েও অনেক অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।আগামীতে কোন অপপ্রচার ও ষড়যন্ত্র সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেন, জামায়াত ও এনসিপি একত্র হয়ে নির্বাচন নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে। আমরা সবাই মিলে ফ্যাসিবাদী হাসিনা মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। সেই আন্দোলনে জনগণসহ সব দল অংশ নিয়েছিল। আজ কেউ-কেউ নিজেদের আন্দোলনের দাবিদার হিসেবে বিভ্রান্তি ছড়াচ্ছে।‌

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park