
রাজু আহম্মেদ শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন শ্রাবণী আক্তার (২২) নামের এক গৃহবধূ। তাদের মধ্যে তিন সন্তানই সুস্থ আছে বলে চিকিৎসক জানিয়েছেন।২ আগস্ট মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শ্রাবণীর তিন সন্তানের জন্ম হয়। একসঙ্গে তিন সন্তানের জন্মে পরিবারটিতে নিয়ে এসেছে আনন্দের উপলক্ষ।নবজাতকদের বাবা মো. মেহেদী হাসান একজন গার্মেন্টস কর্মী, তিনি বলেন, ‘তিন কন্যা সন্তান পেয়েছি। ঈদের খুশির চেয়ে বেশি খুশি আমরা এরপরও চিন্তায় পড়ে গিয়েছিলাম হাসপাতালের সকল ধরনের বিল পরিশোধের জন্য আল্লাহর রহমতে মুন্নু হাসপাতালের চেয়ারম্যান আফরোজা খানম রিতা ম্যাডাম আমার অবস্থা জানতে পেরে এক লক্ষাধিক টাকা মাফ করে দিয়েছেন।এ বিষয়ে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর জুলফিকার আহমেদ আমিন বলেন,’মেডিকেল হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে চেয়ারম্যান মহোদয়ের পৃষ্ঠপোষকতায় এ ধরনের গরীব অসহায়দের জন্য অকাতরে সেবা প্রদান করে যাচ্ছেন।এটি শুধু এবারই প্রথম নয় এ ধরনের উদাহর বহু এর আগেও আছে। বিশেষ করে এই এলাকার মানুষ, যাদের আর্থসামাজিক অবস্থা ভালো না আর্থিক সংকটে থাকেন বিবেচনা করি এবং ভালো অংকের ছাড় দেই। প্রতি মাসেই মানব কল্যাণে ১৫ থেকে ১৬ লক্ষ টাকা আমরা এ ধরনের কার্যক্রমে ব্যয় করছি’।