
স্টাফ রিপোর্টার।।ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনারকে কলকাতায় খুনের ঘটনায় খুলনার নিষিদ্ধ জন যুদ্ধের আঞ্চলিক নেতা শিমুল ভূঁইয়াসহ তার পরিবারের ৪ জনকে আটকের খবর পাওয়া গেছে। আটক অন্যরা হলেন তার স্ত্রী সাবিনা মুক্তা, বড় ভাই লাকি ভূঁইয়া ও ভাইপো তানভীর ভূঁইয়া।ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে তাদেরকে আটক করা হয় বলে সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোন তথ্য নিশ্চিত করা হয়নি। সূত্রটি জানায়, কলকাতার নিউটাউনে যে ফ্লাটে এমপি আনোয়ারুল আজীম আনারকে খুন করা হয় সেই ফ্লাটটি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহিদুজ্জামান সেলিমের ভাই আমেরিকা প্রবাসী আখতারুজ্জামান ভাড়া নেন।অনেক আগে থেকেই আখতারুজ্জামান ও এমপি আনোয়ারুল আজিম আনার’র সাথে ব্যবসায়ীক দ্ব›দ্ব ছিলো। আমেরিকা প্রবাসী আখতারুজ্জামান এক মাস আগেই কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীভা গার্ডেনসের ওই ফ্ল্যাটটি ভাড়া করেন। ওই ফ্লাটে বসে এমপি আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়।ডিএমপির গোয়েন্দা শাখা ডিবির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হলেই হত্যাকান্ডের বিষয়টি আরো পরিস্কার হয়ে উঠবে।