
নিজস্ব প্রতিবেদক।। গাজায় ইসরাইলী গণহত্যা বিশ্ব মানবতা নীরব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২১ ডিসেম্বর বিকাল ৪ টায় বংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম, নাজিম উদ্দিন আল আজাদ। তিনি তার বক্তব্যে বলেন ইসরাইলি গণহত্যা রোদে সকল বিশ্ব বিবেকসহ মুসলিম উম্মার ঐক্য অনিবার্য,তানা হলে বিশ্ব বিবেক মানবতা শুধু কথার মালা হয়ে থাকবে।মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস যে ঐক্যের ডাক দিয়েছেন তার সথে সংহতি প্রকাশ করে তিনি বলেন শীঘ্রই সমন্বয়তার মাধ্যমে তার বাস্তবায়নে সরকারের হাতকে আরো শক্তিশালী করা হবে। বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন (বিজিএ)’র চেয়ারম্যান এ আর এম জাফর উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান,জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজু, বাংলাদেশ মানবাধিকার পার্টির চেয়ারম্যান খাজা মহিবুল্লাহ মনিপুরি, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন, জাস্টিস পার্টি চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার,মো: কবির হোসেন চেয়ারম্যান, বাংলাদেশ লিভারের ডেমোক্রেটিক পার্টি,বিএনডিপির মহাসচিব শাহবাজ জামান,বিএলডিপির প্রেসিডিয়াম সদস্য এস এম আমানুল্লাহ যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, আকিব আহমেদ প্রথম। বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন মোঃ আজমাইন হোসেন চেয়ারম্যান বাংলাদেশ পিপলস ডেভেলপমেন্ট পার্টি, মঞ্জুয়ারা বেগম প্রমুখ।