
ডেস্ক রিপোর্ট।। বুধবার (৩ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার,স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, এবং ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে খুলনা ডাকবাংলা ফেরিঘাট মোড় থেকে গণঅধিকার পরিষদ খুলনা জেলা ও মহানগরের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।উক্ত বিক্ষোভ মিছিল শেষে গণঅধিকার পরিষদের নেতাকর্মী সহ বিক্ষুব্দ জনতা জাতীয় পার্টির খুলনা অফিস গুড়িয়ে দেয়।এ সময় জাতীয় পার্টির অফিসের ভিতর রড, শাবল, চাপাতি, দা সহ অসংখ্য দেশীয় অস্ত্র পাওয়া যায়, যা পরবর্তীতে মিডিয়ার সামনে তৎক্ষণাৎ উপস্থাপন করা হয়।বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা জাপার চেয়ারম্যান জি এম কাদের ও স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপত্তলিকা দাহ করে এবং নুরুল হক নুরের উপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।