
খুলনা প্রতিনিধি।।ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায়, খুলনা শিববাড়ি মোড়ে পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদল।১৮ ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৮টার দিকে ছাত্রদল সহ বিএনপি’র সকল নেতাকর্মীরা নাগরী শিববাড়ি মোড়ে উপস্থিত হতে থাকেন, অপরদিকে বৈষম বিরোধী ছাত্র আন্দোলন নেতা নেতৃবৃন্দরা এবং সাধারণ শিক্ষার্থীরা নগরীর শিববাড়ি মোড়ে উপস্থিত হতে থাকে, একপর্যায়ে তারা বিক্ষোভ কর্মসূচি এবং মশাল মিছিল পালন করে বলেন, কুয়েট বিশ্ববিদ্যালয় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা সরাসরি ছাত্রশিবির জড়িত আছে বলে পরস্পর বিরোধী বক্তব্য প্রদান করেন।সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে, যাতে করে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘঠনা না ঘটে সেদিকে তারা লক্ষ্য রাখছেন।