1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

খুলনার রূপসায় হালিমার পুড়ে যাওয়া ঘরটি তৈরি করে দিলেন ডিআইজি খুলনা রেঞ্জ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

 

ইমরান মোল্লা।।আগুনে ঘর পুড়ে যাওয়ায় অসহায় দিন পার করছিলেন ষাটোর্ধ্ব বৃদ্ধা হালিমা বেগম।সাংবাদিক ইমরান মোল্লার মাধ্যমে মানবেতর এ জীবন যাপনের খবর জানতে পারেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক। এরপরই ওই বৃদ্ধাকে ঘর নির্মাণ করে দেন তিনি।গতকাল বুধবার (১৬ এপ্রিল) খুলনার রুপসা পরিদর্শনকালে ওই বৃদ্ধাকে ঘর নির্মাণ করে দেন তিনি।খোঁজ নিয়ে জানা যায়, খুলনার রুপসা উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়নের পশ্চিম নন্দনপুর গ্রামে একটি টিনের ঘরে হালিমা বেগম (৬৮) বসবাস করতেন। আর্থিক দুরাবস্থার কারণে বিভিন্ন সময় মানুষের বাসায় ও অন্যের জমিতে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি। গত ১৯ মার্চ সকালে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে সৃষ্ট আগুন লেগে তার একমাত্র সম্বল টিনের ঘরটি পুড়ে যায়। তখন থেকে তিনি খোলা আকাশের নিচে আর বৃষ্টি হলে অন্যের ঘরে আশ্রয় নিয়ে দিন পার করছিলেন।হালিমা বেগম জানান, ‘বাসাবাড়িতে ও দিনমজুরের কাজ করে চলতাম। ঘরটা পুড়ে গেছে।ঠাঁই আছিলো না কোনো।খুলনা দিয়া পুলিশ স্যার আইসে আবার ঘর কইরা দিয়া গেছে আমারে।তার জন্য দোয়া করছি আমি।’রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মাহফুজুর রহমান বলেন, রেঞ্জ ডিআইজি স্যার রুপসা পরিদর্শনকালে তার নির্দেশনায় বৃদ্ধার ঘরটি নির্মাণ করে দেওয়া হয়।খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক বলেন, গত রমজান মাসে বৃদ্ধার ঘুর পুড়ে যাওয়ার বিষয়টি একটি নিউজের মাধ্যমে জানতে পারি। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখি বৃদ্ধা সহায়-সম্বলহীন।ঘরটি আর নির্মাণ করতে পারেননি। এটা জেনে খুব খারাপ লাগছিল। তাই ঘরটি নির্মাণের উদ্যোগ নিয়ে তাকে উপহার দিয়েছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park