
বিশেষ প্রতিনিধি।।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অমানবিক ঘটনা সাংবাদিকদের প্রবেসাধীকারে নিষেধাজ্ঞা এসবের বিরুদ্ধে ” খুলনার নাগরিক সমাজ, পেশাজীবী ও ছাত্র সমাজ একত্র হয়ে প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন।
গতকাল সোমবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রসঙ্গে “বৃৃহত্তর আমরা খুলনা বাসীর ব্যানারে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ জানানো হয়।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ অনুমতি ছাড়া সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করলেও পেশাজীবী ও ছাত্র সমাজের ঐক্যবদ্ধ প্রতিবাদের মুখে হাসপাতালের পরিচালক ফ্যাসিবাদী সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন।এখন সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে আর কোনো বাধা নেই।
সাংবাদিকরা দাবি করেছেন, “সংবাদ সংগ্রহে কোনো বাধা বা শর্ত আরোপ করা যাবে না; প্রবেশাধিকার স্বাভাবিকভাবে নিশ্চিত করতে হবে; হাসপাতালের কার্যক্রম সম্পর্কিত তথ্য জনসাধারণের কাছে স্বচ্ছভাবে পৌঁছানো উচিত।”
খুলনার নাগরিক সমাজ বলছেন, হাসপাতালের এই ধরনের দায়িত্বহীনতা ও স্বচ্ছতার অভাব মেনে নেওয়া যাবে না। মানববন্ধনে বক্তারা হাসপাতালের দুর্নীতি, অমানবিক ব্যবস্থা এবং সাংবাদিকদের স্বাধীনতা হরণের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছেন।