
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালক ডাঃ কাজী মোঃ আইনুল ইসলাম লিখিত আদেশ জারি করেছেন, যাতে হাসপাতালের ইনডোর ও আউটডোরে সাংবাদিকদের প্রবেশ, রোগীদের ছবি তোলা বা সাক্ষাৎ নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।আদেশে বলা হয়েছে, হাসপাতালের ৫০০ শয্যায় দৈনিক প্রায় ২০০০ রোগী চিকিৎসা নিচ্ছেন এবং সাংবাদিকদের আনাগোনা স্বাভাবিক চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে।লিখিত আদেশে আরও উল্লেখ করা হয়েছে, পরিচালকের লিখিত অনুমতি ছাড়া কেউ হাসপাতালের যেকোনো স্থানে ছবি তুলতে বা সাক্ষাৎ নিতে পারবেন না।এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের এবং খুলনা ইউনিয়ন অব জার্নালিস্টকে বিষয়টি অবগত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষের যুক্তি, এটি রোগী ও চিকিৎসক উভয়ের স্বাচ্ছন্দ্য এবং হাসপাতালের স্বাভাবিক সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজন।তবে স্থানীয় সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন।তাদের মতে, লিখিত নিষেধাজ্ঞার মাধ্যমে জনগণের স্বার্থে প্রকাশিত সত্য ঘটনা, অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে সংবাদ সংগ্রহ বাধাগ্রস্ত হবে।তারা আরও বলেন, “সরকারি হাসপাতাল জনস্বার্থের জায়গা। সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা মানে জনগণের কণ্ঠকে সীমাবদ্ধ করা। এটি শুধু সংবাদ সংগ্রহে নয়, রোগীর অধিকার ও সেবার স্বচ্ছতাকেও প্রভাবিত করবে।”এ ঘটনায় এখন প্রশ্ন উঠেছে, হাসপাতালের স্বচ্ছতা, রোগীর অধিকার এবং সাংবাদিকদের তথ্য সংগ্রহের স্বাধীনতা কতটা নিশ্চিত হচ্ছে।