
খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান।।হোমিওপ্যাথিক চিকিৎসকদের বর্তমান সংকট থেকে উত্তরণের উপায়সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল ১১টায় হোমিওপ্যাথিক হেল্থ এন্ড মেডিকেল সোসাইটি-এর আয়োজনে খুলনার ফুলতলা চাঁদসী হোমিও চিকিৎসালয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মোঃ আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পন্ডিত ডাঃ সমরেশ চন্দ্র রায় ডাঃ জয়দেব সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাঃ বিনয় কৃষ্ণ বিশ্বাস,মোঃ রবিউল ইসলাম সরদার, ডাঃ রুহুল কুদ্দুস সিকদার, ডাঃ আব্দুর রাজ্জাক মোড়ল ডাঃ ঠাকুর দাস মন্ডল প্রমুখ।এসময় প্রধান আলোচক এর বক্তব্যে পন্ডিত ডাঃ সমরেশ চন্দ্র রায় বলেন গরীব অসহায় মানুষের একমাত্র চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা।অল্প টাকায় এ চিকিৎসার মাধ্যমে হাজারো মানুষ বেঁচে আছেন। তিনি এ পেশায় সকল চিকিৎসকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।