1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

খুলনা নাগরিক সমাজের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষায় পদক্ষেপ গ্রহণের দাবীতে শনিবার ২২ মার্চ ১১:৩০ টায় নাগরিক সমাজের উদ্যোগে মশারি কয়েল নিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীন আরো উপস্থিত ছিলেন নাগরিক সমাজ খুলনা জেলার সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, আমরা বৃহত্তর খুলনা বাসীর সভাপতি ড. নাসির উদ্দিন,বাংলাদেশ কমিউনিস্ট পার্টি খুলনা মহানগর এর সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু, সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরামের সদস্য সচিব সুতপা বেদঙ্গা প্রমুখ।এ সময় বক্তারা বলেনঃ বর্তমান মশার উপদ্রব্য জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে কিন্তু সিটি কর্পোরেশনের ভূমিকা খুবই নগণ্য। সিটি কর্পোরেশন কর্তৃক মশা নিধনের যে ওষুধ ব্যবহার করা হয় সে ওষুধগুলো অত্যন্ত নিম্নমানের। প্রত্যেক নাগরিকের নিজস্ব দায়িত্ব আমরা পালন করি না, আমরা যেখানে সেখানে ময়লা ফেলি। খুলনা মহানগরীর ড্রেইনেজ ব্যবস্থা নাজুক বর্তমানে তা বদ্ধ জলশায়ে পরিণত হয়েছে। আমরা কোনভাবেই পলিথান কে নিষিদ্ধ করতে পারলাম না এজন্য আমাদের কর্মের ফল আমাদের নিজেদেরই ভোগ করতে হচ্ছে। খুলনা ব্যবস্থা সিটি কর্পোরেশন কর্তৃক বজ্র ব্যবস্থাপনা করতে হবে। বর্তমান মশা যে প্রকট আকার ধারণ করেছে তার ব্যর্থতার ফল খুলনা সিটি কর্পোরেশন করে নিতে হবে। সিটি কর্পোরেশন দেরিতে হলে উদ্যোগ গ্রহণ করেছে এজন্য আমরা সিটি কর্পোরেশনের কাছে কৃতজ্ঞ। দ্রুত সময়ের ভিতরে মশার বিনাসে ব্যবস্থা গ্রহণ না করলে আমরা নগর ভবন ঘেরাও করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park