
স্টাফ রিপোর্টার।।খুলনা উন্নয়ন ফোরাম এর মহাসচিব কাজী হাসনাত হোসেন কমিটের নামে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন আইডি থেকে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। কতিপয় স্বার্থন্বেষী মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে এই ধরনের অপপ্রচারে লিপ্ত হচ্ছে বলে জানান কাজী হাসনাত হোসেন কমিট।তিনি এই প্রতিবেদককে জানান আমাকে সামাজিক, পারিবারিক ও রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করতে কতিপয় ব্যাক্তি ফেসবুকের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন, তিনি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এই ঘটনায় খুলনা উন্নয়ন ফোরাম এর পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের উপদেষ্টা মোঃ আফজাল হোসেন, চেয়ারম্যান মো: আসিফ ইকবাল, ভাইস চেয়ারম্যান ডাক্তার মোসাদ্দেক হোসেন বাবলু, ভাইস চেয়ারম্যান শাহবাজ জামান,ভাইস চেয়ারম্যান ডা: মনজুরুল আলম,ভাইস চেয়ারম্যান খন্দকার হুমায়ুন কবির,যুগ্ম মহাসচিব এড. নজরুল ইসলাম খান,সিনিয়র যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম নবী, যুগ্ম মহাসচিব লাকী জামাল, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান, প্রচার সম্পাদক মুনসুর আলী বাবলু,দপ্তর সম্পাদক মোসাম্মৎ সাবিহা,কার্যকরী সদস্য এড. জলি,ইঞ্জিনিয়ার বাপ্পি, প্রভাষক হাবিবুর রহমান প্রমূখ।এ ঘটনায় আইন গত ব্যবস্থা নেবেন বলেও জানান।