
খুলনা প্রতিনিধি।। খুলনা সদর থানার শিপিয়ার্ড রোড চানমারি বাজার এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার(১৭ জুন) রাত আড়াই টায় সেনা ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৩টি বাসা তল্লাশি করে ১টি বিদেশি রিভলবার, ২ রাউন্ড এ্যামোনেশন ও ২৭০ পিস ইয়াবা সহ ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসা করার জন্য খুলনা সদর ক্যাম্পে নিয়ে আসা হয়।জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিরা হলো ১, মোঃ রাজু আহমেদ(৩০) ২,জুনায়েদ হোসেন মুন্না (৩০) ৩,মিরাজ (৩২) ৪,নিরব ইসলাম জিয়া (২৩) ৫,শামীম হোসেন (২৯)।উদ্ধারকৃত মালামাল হলো রিবালবার পিস্তল-১ টি, দুই রাউন্ড এ্যামোনেশন,২৭০ পিস ইয়াবা।