
রাসেল মিনা রূপসা (খুলনা) প্রতিনিধি।।খুলনার রূপসায় শাশুড়িকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর খবর পাওয়া গেছে।পুত্রবধূর হাতে মারপিটের স্বীকার হয়ে বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে শাশুড়ি আসমা বেগম।এ ঘটনায় আসমার স্বামী ইসলাম গাজী বাদী হয়ে রূপসা থানায় অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে জানা যায়, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামে ইসলাম গাজীর ছেলে আজিজুল গাজী তার স্ত্রী সুফিয়া বেগম পিতা, মাতা, ভাই ও নানীকে নিয়ে এক বাড়িতে বসবাস করেন।শশুর শাশুড়ির কথামতো পুত্রবধূ না শুনে তার ইচ্ছামত অবাধ্য চলাচল করতে থাকে।ইসলাম গাজী ও তার স্ত্রী আসমা বেগম পুত্রবধূ সুফিয়া কে ইচ্ছামত চলাফেরা না করে ভালভাবে চলাচল করার কথা বলে আসছে।শশুর শাশুড়ির এ কথায় পুত্রবধূ ক্ষিপ্ত হয়ে তার পিতা মাতা ভাই-বোনদেরকে বিভিন্ন কথা বলে তাদেরকে রাগান্বিত করে।তারই জের ধরে গত ২২ এপ্রিল দুপুরে চাঁদপুর শশুর এর বাড়িতে প্রবেশ করে শাশুড়ি আসমা বেগম, দেবর হাফিজুর গাজী,শশুর ইসলাম গাজীর বৃদ্ধ মাতা জুপিয়া বেগম কে পুত্রবধূর পিতা তোরাপ ঠাকুর, তার স্ত্রী তহমিনা বেগম, পুত্রবধু সুফিয়া বেগম, সাকিলা বেগম ও কনাসহ কয়েকজন মিলে কিলঘুসি ও লাঠি সোঠা দিয়ে মারপিট করে আহত করে।আহতবস্থায় এলাকাবাসি আসমা বেগম কে উদ্বার করে রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ সময় তার বসত ঘরের বেড়া ভাংচুর করে ঘরের বাক্সে থাকা ৫৪ হাজার টাকা নিয়ে যায়।এছাড়া একটা বাটুন ফোন ও একটা বড় এড্রোয়েট ফোন নিয়ে যায় বলে লিখিত অভিযোগে ইসলাম গাজী জানায়।