
রাসেল মিনা রূপসা খুলনা প্রতিনিধি।। খুলনার রূপসা থানাধীন ইলাইপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে আব্দুল লতিফ মল্লিক এর পুত্র মোঃ মনিরুল ইসলাম মল্লিক নামে এক জনকে গ্রেফতার করেছে।জানাযায় গত ১৯ মে সোমবার বিকালে খুলনা জেলার রূপসা উপজেলার ইলাইপুর মোড়স্থ আসামির পিতার নিজ দখলীয় বসতঘর তল্লাশি করে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় খুলনা (ক) সার্কেল এর এক অভিযানকারি দল নিয়ে আসামিদের বাড়িতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে ১ কেজি গাঁজা সহ আটক করে এবং ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় খুলনা এর (ক) সার্কেলের উপ-পরিদর্শক আকবর আলি বাদী হয়ে আসামির বিরুদ্ধে মোবাইল কোর্টে প্রসিকিউশন দায়ের করেন।