
নিজস্ব প্রতিবেদক।।খুলনা নগরীর মহিলা কলেজের সামনে একটি বহুতল ভবনে কাজ করার সময় মাচা ভেঙে তিন শ্রমিক মারা গেছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও আরো ৬/৭ জন আহত হয়েছে বলে জানা যায়। নিহতরা হলেন রাব্বি, মামুন আর আশরাফুল।রাব্বি ও মামুনের বাড়ি পঞ্চগড় আর আশরাফুলের বাড়ি সাতক্ষীরা।এরা সবাই স্পটে মারা গেছে।মঙ্গলবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে। বর্তমানে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।অপরদিকে ভবনের ম্যানেজারকে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় নিয়ে গেছে।ভবনের মালিক শেখ দাউদ হায়দার এর সাথে যোগাযোগ করতে তার অফিসে গেলে তাকে পাওয়া যায়নি।তার ফোন ছিল বন্ধ।