
এস এম ওয়াহিদ মুরাদ।।খুলনার ফুলতলা উপজেলায় চেয়ারম্যান পদে শেখ আকরাম হোসেন পুনরায় ও তেরখাদা উপজেলায় আবুল হাসান শেখ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।ফুলতলায় শেখ আকরাম পেয়েছেন ২১ হাজার ৮২৮ ভোট।তার নিকটতম প্রতিদ্বনন্দ্বী মো: সাব্বির হোসেন পেয়েছেন ১৬ হাজার ৮৪ ভোট।অপরদিকে তেরখাদায় আবুল হাসান ২৮ হাজার ১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ২২ হাজার ৭৩৮ ভোট পেয়েছেন।অপরদিকে দিঘলিয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।অসমর্থিত সূত্র জানিয়েছে, শেখ মারুফুল ইসলাম পেয়েছেন ৩৪ হাজার ৪২৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন মল্লিক পেয়েছেন ১৬ হাজার ২৭৩ ভোট।দিঘলিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী রেজা বাচা।তিনি চশমা প্রতীকে ভোট পেয়েছেন ১২ হাজার ২৮৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আসাদুজ্জামান তালা প্রতীকে ভোট পেয়েছেন ১০ হাজার ৮২১।দ্বিতীয় ধাপে মঙ্গলবার খুলনার ফুলতলা,দিঘলিয়া ও তেরখাদা উপজেলায় নিরূত্তাপ ভোট অনুষ্ঠিত হয়েছে।সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যাই ছিল বেশি।কোনো কেন্দ্রেই ভোটারের লম্বা লাইন চোখে পড়েনি।