1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

খুলনার দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষা উপবৃত্তি বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪

 

ওয়াহিদ মুরাদ।।খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষা উপবৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে রবিবার সকালে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন এবং সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাসসহ আরো অনেকে।প্রধান অতিথি খান মাসুম বিল্লাহ তার বক্তব্যে ছাত্রছাত্রীদের মনোযোগ সহকারে পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একজন শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী। তাইতো তিনি শিক্ষা খাতে সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল এবং শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে।ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ৩৩ জনকে শিক্ষা উপবৃত্তি এবং ৫ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।শিক্ষার্থীরা শিক্ষা উপবৃত্তি এবং বাইসাইকেল পেয়ে অত্যন্ত খুশি, আনন্দিত ও উৎফুল্ল হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park