
নিজস্ব প্রতিবেদক।। খুলনার নগরীর খালিশপুর থানাধীন নেভি চেকপোষ্ট মোড়ে ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের পাশে শহীদ মিনার সংলগ্ন সরকারি জায়গা দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিককে মারপিট ও লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে।এ সময় ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সদস্য ও সাংবাদিক পরিচয়দানকারী মো: ওয়াহিদ হাসান নামে এক ব্যক্তি দৈনিক প্রবাহ ও বিজনেস বাংলাদেশ পত্রিকার মামুন রেজা হাওলাদার, বিজয় টেলিভিশনের আব্দুর রাজ্জাক ও জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক শেখ শান্ত ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। সাংবাদিকদের উপর এ হামলার ভিডিও মুহূর্তে ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় সৃষ্টি হয়েছে নানা আলোচনা।স্থানীয়রা জানান, ওয়াহিদ হাসান নামক এই ব্যক্তি নিজেকে যশোর বার্তা নামে একটি পত্রিকার সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয় দিয়ে একাধিক জায়গা দখল করে করে নেয়।গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে লুটপাট, চাঁদাবাজি ও দখলদারিত্বের অনেক অভিযোগ রয়েছে।সম্প্রতি নেভি চেকপোষ্ট মোড় সংলগ্ন ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের পাশে রেলওয়ের সরকারি সম্পত্তি দখল করে নেয় ওয়াহিদ।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ১০ মে শনিবার সকাল ১১:৩০ মিনিটে আওয়ামী লীগ অফিসের পাশে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যান তিন সংবাদ কর্মী।এ সময় রেলের সম্পত্তি দখল করে অবৈধভাবে হোটেল স্থাপনের ভিডিও ধারণ করায় বাধা দেয় ও এক পর্যায়ে মোবাইল ভেঙে ফেলার চেষ্টা করে ওয়াহিদ নামে ওই ব্যক্তি।পরবর্তীতে দৈনিক প্রবর্তন ও বিজয় টেলিভিশনের সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাকের ওপর অতর্কিত হামলা চালায় ওয়াহিদ হাসান সহ কয়েকজন।এসময় দৈনিক প্রবাহ ও বিজনেস বাংলাদেশের জেষ্ঠ সাংবাদিক মামুন রেজা ঠেকাতে গেলে তার মাথা, গলা-পিঠে এলোপাথাড়ি কিল ঘুসি মারে।সময়ের আলো পত্রিকার সাংবাদিক শেখ শান্ত মারপিটের ভিডিও করায় তার ওপর ও হামলা চালায়।এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শহিদুল বলেন, দীর্ঘ তিন বছর শহীদ মিনারের জায়গা দখল করে হোটেল চালিয়ে আসছে ওয়াহিদ হাসান ও ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ আলী আজিম রানা।১ নং নেভি চেকপোস্ট মসজিদের খাদেম বলেন, তিন বছর পূর্বে মসজিদ কমিটির সভাপতি টিটু এই কমিটির সাধারণ সম্পাদক করেন ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ আলী আজিম রানাকে।এরপর থেকেই তিনি এই মাদ্রাসার বিদ্যুৎ ব্যবহার করে আসছে।এ ঘটনায় খুলনার সকল সংবাদ কর্মী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন।এ বিষয়ে খুলনা মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনাকে জানানো হলে তিনি বলেন, সংবাদ কর্মীর গায়ে হাত দেওয়া অনেক বড় অন্যায় হয়েছে।লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।