
দিগন্তর ডেস্ক।। স্বর্ণপদক প্রাপ্ত সাংবাদিক, “সংবাদপত্র ও সাংবাদিক” বইয়ের লেখক ও কবি শেখ আবু আসলাম বাবু খুলনা থেকে প্রকাশিত খুলনার কন্ঠের (অনলাইন পোর্টাল) সম্পাদক মন্ডলির সভাপতির দায়িত্বভার গ্রহন করলেন।১৯৯৬ সালের মে মাসে তৎকালীন খুলনা জেলা প্রশাসক জনাব মো: ইফতিখার আহমেদ সাপ্তাহিক খুলনার কন্ঠের ডিক্লেয়ারেশন দেন। ঐ সময় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ছিলেন শেখ আবু আসলাম বাবু। পরে ঐ বছর ৯ জুন পত্রিকাটির ১ম সংখ্যা বের হয়। দীর্ঘ সময় পর আগামী ১০ জুন মঙ্গলবার ২০২৫ খ্রি: সন্ধ্যায় পত্রিকাটির অনলাইন ভার্সন আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে।উল্লেখ্য খুলনার কন্ঠের (অনলাইন ভার্সন) সম্পাদক এর দায়ীত্ব পেলেন সিনিয়র সাংবাদিক শাহবাজ জামান। সকলের আন্তরিক সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তিনি।