
শামিমা আক্তার মুন্নী।। খুলনা নগরীর আড়ংঘাটা থানার পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন-আড়ংঘাটা থানার ল্যাবরেটরী মোড় এলাকার বাসিন্দা মো. মিল্টন সানার ছেলে মো. রিয়াদ সানা (১৯) ও মহেশ্বরপাশা গোলকধাম মোড় এলাকার বাসিন্দা শামিম মোড়লের ছেলে মো. বোরহান উদ্দিন (১৯)।সোমবার খুলনা মেট্রোপলিটন পুলিশ হেড কোয়ার্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক।এর আগে রবিবার দিবাগত রাতে নগরীর দৌলতপুর মহেশ্বরপাশা গোলকধাম মোড় এলাকায় ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোল্লা জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে দৌলতপুর ও আড়ংঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।এ সময় তাদের কাছ থেকে একটি কাটা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিনসহ পিস্তল, ছয়টি লাল রঙের ১২ বোল লেটবল কার্তুজ, দুটি লাল রঙের ১২ বোর লেটবল কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে কেএমপি কমিশনার বলেন, এসব অস্ত্র দিয়ে দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ৩৩নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. আরিফ হোসেনকে হত্যা করা হয়েছিল।এ ঘটনায় আড়ংঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলাম বাদি হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন।উল্লেখ্য, যোগিপোল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ৩৩নং ওয়ার্ড (যোগিপোল ইউনিয়ন) যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মো. আরিফ হোসেনকে (৪০) গত ২৪ জুন সোমবার দিবাগত রাত সোয়া ১১টায় আড়ংঘাটা থানা এলাকার কুয়েট পকেট গেট সংলগ্ন খানাবাড়ি আরিফ হোসেনের বাড়ির সামনে অস্ত্রধারী দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। ওই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে আড়ংঘাটা থানায় একটি হত্যা মামলা করেছেন।