1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

খুলনায় হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

 

খুলনা প্রতিনিধি।।খুলনার সদর থানার সামনে স্টার হোটেলের একটি কক্ষ থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।মৃত যুবক লবণচরা থানাধীন মতিয়াখালী ৫ম গলির বাসিন্দা এসএম এ খালেকের ছেলে।ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার মাসুম হোসাইন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্টার হোটেলের ৪০১ নস্বর কক্ষের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে মরদেহে কোন আঘাতের চিন্হ পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীর মুখ থেকে ফেনা বের হচ্ছিলো। ধারনা করা হচ্ছে উত্তেজক কোন কিছু সেবনে তার মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের পরে বলা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park