
নিজস্ব প্রতিবেদক।। খুলনার সোনাডাঙ্গায় ইমন শেখ নামে এক যুবককে হত্যার ঘটনায় সন্দেহভাজন পাঁচ জনকে আটক করেছে পুলিশ। খুলনা থানার ওসি মমতাজুল হক দ্য ডেইলি স্টারকে জানান, নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।ইমন হত্যার ঘটনায় তার বাবা সানোয়ার হোসেন গতকাল রাতেই ১৭ জনের নাম উল্লেখসহ চার-পাঁচজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান নামে।