
নিজস্ব প্রতিবেদক।।খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আয়োজিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে, আজ ২০শে ফেব্রুয়ারি সকাল ১১টায়, খুলনা বিভাগীয় কমিশনার এর কনফারেন্স রুম। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত,উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম, সেমিনারটি আয়োজন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।