
নিজস্ব প্রতিবেদক।।খুলনায় নাগরিক আন্দোলনের সক্রিয় সদস্য ও ব্যবসায়ী কামরুজ্জামান টুকু ওরফে সাদ (৫২) নিখোঁজ হওয়ার খবর গতকাল ২৬ ফেব্রুয়ারি বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রচার হওয়ায় এ সংবাদের প্রতিবাদ জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন সাদ ও তার পরিবার।উল্লেখিত সংবাদের সূত্র ধরে সাদ জানান আমাকে জড়িয়ে ইরানি পারভিন নামের যে নারী-আমার স্ত্রী দাবি করছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।তিনি প্রতিবাদ জানিয়ে বলেন আমার নিখোঁজ এর বিষয়ে সোনাডাঙ্গা থানায় যে জিডি করা হয়েছে তাও মিথ্যা।ঐ নারী আমার স্ত্রী নন।সাংগঠনিক কাজে মাঝে মধ্যে সে আমাদের খুলনা নাগরিক আন্দোলনের অফিসে আসা যাওয়া করতেন সেই সুবাদে তার সঙ্গে আমার পরিচয়।তিনি জানান গত ১৮ ফেব্রুয়ারী চায়না যাওয়ার উদ্দেশ্য আমি খুলনা সোনাডাঙ্গা থানার (১নং ফেজ) আবাসিক এলাকা হতে ঢাকার উদ্দেশ্য রাত ৮টায় রওনা হয়নি। আমি পরের দিন অর্থাৎ ১৯ ফেব্রুয়ারী ঢাকায় যাই এবং ঐদিন রাত ১০ টায় চায়নার উদ্দেশ্য ঢাকা ত্যাগ করি।একটি কুচক্রী মহল ইরানি পারভিনকে ব্যবহার করে আমার মান-মর্যাদা নষ্ট করা সহ অর্থনৈতিক সুবিধা নিতে উঠে পড়ে লেগেছে।আমি প্রশাসনের নিকট এই চক্রের মূল হোতা ইরানি পারভিন সহ সকলকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।সাদ আরো জানান ইতিপূর্বে সুকুমার রায় নামে জনৈক এক ব্যবসায়ীকে হয়রানি করে তার নিকট থেকেও এভাবে অর্থ আদায় করেছে এই ইরানি পারভিন।এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই সুমন মন্ডল বলেন জিডির ভিত্তিতে আমি নিখোঁজ ব্যাক্তির খোজ শুরু করি।তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারি তিনি চায়নাতে নিরাপদে রয়েছেন,কেউ তাকে ঘুম বা আটক করেনি,তিনি সুস্থ এবং ভালো আছেন। ইরানি পারভীন শুধু শুধু আমাদেরকে হয়রানি করলো।এ বিষয়ে ইরানি পারভীনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।