1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

খুলনায় ছেলের হাতে বাবার মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার।।খুলনার সোনাডাঙ্গা থানার বসুপাড়া (বাশতলা) এলাকায় ছেলের হাতে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ রা অক্টোবর ২৫ )আনুমানিক রাত ১১টায় বসুপাড়ার বাঁশতলা মোড়ে বরকতিয়া মসজিদের সামনে নিজ বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।স্থানীয়রা জানান, নিহত লিটন খান পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তার স্ত্রী অফিসে গেলে বাড়িতে ছেলে আবু বক্কার সিদ্দিক( লিমন) ও তার স্ত্রী চাদনী ছিলেন। রাত ১১টার দিকে বাড়ি ফিরে দরজায় বাইরে থেকে তালা দেখতে পান লিটনের স্ত্রী। তালা খুলে ভেতরে প্রবেশ করলে তিনি মেঝেতে স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় লিটনের গলায় ওড়না পেঁচানো, গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং পাশে রক্তমাখা বটি পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই নিহতের ছেলে লিমন ও তার স্ত্রী চাদনী পলাতক রয়েছে। চার দিন আগে তারা ঢাকা থেকে খুলনায় আসেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছি। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park