
বিশেষ প্রতিনিধি।। খুলনায় চায়ের দোকানে গিজার বিস্ফোরণে অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুর ১২টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মাদ্রাসা গলি রোডের রুবেল কফি হাউজে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানে পানি গরম রাখার জন্য ব্যবহৃত বৈদ্যুতিক গিজার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে দোকানের আসবাবপত্র, ফ্যান ও মালামালের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
দগ্ধ ও আহতদের স্থানীয়রা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুজনের শরীরের বিভিন্ন স্থানে দগ্ধের চিহ্ন রয়েছে।
আহতরা হলেন— রাব্বি (২২), রাতুল (২৪), মোখলেস ও শামিম।