
বিশেষ প্রতিবেদক।।২০১৫ সালে কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে।রোববার (১৮ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১১৩ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।এর আগে, একইদিন রংপুরে আবু সাঈদ হত্যার দায়ে শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করে নিহত আবু সাঈদের ভাই। রংপুর আজ সকালে রংপুর আদালতে এ মামলা দায়ের করা হয়।