
ডেস্ক রিপোর্ট।। স্বৈরশাসনের অবসানে দীর্ঘ অনৈতিক কারাভোগের পর প্রকাশ্যে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর এর মধ্যদিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতির মাঠে নতুন উদ্যোমে কর্মীদের নিয়ে দেশ গোছানোর নির্দেশনা যখন দিয়ে যাচ্ছেন ঠিক সে মূহুর্তে অতি উৎসাহী লাভের গুড়খাওয়াদের দৌড়াত্ম আওয়ামী শাসনামলের চাটুকারদের কথাই মনে করিয়ে দিচ্ছে। এরমধ্যে বেগম খালেদা জিয়াকে নিয়ে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি’র প্রযোজনায় এম কে জামান নামের এক পরিচালক ঘোষণা দিয়েছেন ‘মাদার অব ডেমোক্রেসি’ নামের একটি সিনেমা নির্মাণের। অপরটি চিত্রনায়ক হেলাল খান প্রযোজিত ও প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত স্বল্পদৈর্ঘ ‘আপোসহীন’ নামের একটি চলচ্চিত্র। এটি ১১ বছর আগেই নির্মিত হয়েছিলো বলে গাজী মাজহারুলের ছেলে উপল নিশ্চিত করেছেন। তবে এর অনুমতি বেগম খালেদা জিয়ার কাছ থেকে নেওয়া হয়েছিলো কিনা এ বিষয় কিছু জানা যায়নি। ফলে এটা নিশ্চিত রাজনৈতিক পটপরিবর্তনে সুযোগ সুন্ধানীরা ‘খালেদা জিয়া’কে টার্গেট বানিয়ে দলটির ভবিষ্যত নেতা তারেক রহমানের আস্থভাজন হতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আর এ নিয়ে বিরক্ত খোদ বিএনপি। এই অপতৎপরতা বন্ধে দলটি ইতিমধ্যে একটি উকিল নোটিশও পাঠিয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে বুধবার বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যারা চিন্তা করছেন বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের তাদের কাছে আহ্বান থাকবে আপনারা এ ধরনের অপতৎপরতা বন্ধ করুন। কারণ তাকে নিয়ে কোনো ধরনের নির্মাণের অনুমতি তিনি দেননি বা তার অনুমতি কেউ নেননি। যেহেতু তিনি এ বিষয় অবগত নন তাই তাকে নিয়ে কেউ সিনেমা নির্মাণ বা ঘোষণা যারা ঘোষণা দিয়েছেন তা অনতিবিলম্বে বন্ধ করেবন।
ব্যারিস্টার কায়সার বলেন, আমরা বলছি না তাকে নিয়ে সিনেমা বা জীবনিভিত্তক তথ্যচিত্র হতে পারে না, অবশ্যই পারে। কারণ তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি একজন তিন বারের প্রধানমন্ত্রী তাই তাকে নিয়ে সিনেমা হতেই পারে কিন্তু এ মূহুর্তে এ জাতীয় বিষয় নিয়ে তিনি বা দল ভাবছে না।
বিষয়টি নিয়ে আমরা উকিল নোটিশ পাঠিয়েছি। এরপরও কেউ এই অপতৎপরতা করার চেষ্টা করলে তাকে অবশ্যই সাইবার অ্যাক্ট অনুযায়ী মামলার মুখোমুখি হতে হবে- যোগ করেন এই আইনজীবী।
এদিকে, জাসাস নেতা ও চিত্রনায়ক হেলাল খান প্রযোজিত ‘আপোস’ সিনেমাতে বিতর্কিত নায়িকা নিপুণকে নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশের পর সমালোচনার ঝড় বয়ে যায়। এতে করে গত ৫ আগস্ট সরকার পতনের পর পলাতক বিতর্কিত এবং শেখ সেলিমের ঘনিষ্ট হিসেবে পরিচিত নায়িকা নিপুণকে পুর্নবাসনের চেষ্টা বলেও অনেকে মন্তব্য করেছেন। তারা এই অপচেষ্টাকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন।