
নিজস্ব প্রতিবেদক।। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশের প্রাচিনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হয়েছে। প্রাচিনতম এ সংগঠনটির আদর্শ ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন ও মহান স্বাধীনতা যুদ্ধের অবদানকে বিশ্বের কাছে তুলে ধরতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচীর অংশ হিসেবে নানান কর্মসূচী গ্রহণ করেছে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আজ রবিবার সকাল ৭টায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে একটি বর্নাঢ্য আনন্দ র্যালি বের করেন। র্যালিটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয় এসে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। এছাড়াও এদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও শহীদ বেদিতে মোমবাতি প্রজ্জলন করে সন্ধ্যা সাড়ে ৭টায় আলোচনা সভা শেষে অত্যান্ত জাঁকজঁমকপূর্নভাবে কেক কেটে দিবসটি উদযাপন করার কর্মসূচী রয়েছে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অহিদুল ইসলাম হাজরা, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সহ সভাপতি নাদের আলী মিয়া, কৃষ্ণ প্রশাদ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খানঁ মিলন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন খানঁ, তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাজহারুল আলম পান্না, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রুহুল আমীন হাওলাদার লিটু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরে আলম হাজরা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজঁ বুলবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম রুনী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, স্বাস্হ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রভাষক আলাউদ্দিন হাওলাদার, প্রচার সম্পাদক আব্দুল হান্নান শেখ, সহ প্রচার সম্পাদক শেখ মো. টুটুল, সহ দপ্তর সম্পাদক কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা ও ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু পল্টু, আওয়ামী লীগ নেতা কমল সেন, ফরিদ আহমেদ সিকদার, এস এম ইস্রাফিল, ফরমান মুন্সি, ফজলুল হক চৌধুরী মনির, হাবিবুর রহমান মুকুল, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, সমর চাঁদ মৃধা খোকন, বিজন বিশ্বাস, জজ্ঞেস্বর বৈদ্য অনুপ, তুষার মধু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন বেগম, আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, জাতীয় শ্রমিকলীগ সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক সেলীম মোল্লা, কৃষকলীগের সাধারণ সম্পাদক রতণ কুমার মিত্র, পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরী সেলীম আহম্মেদ ছোটন, সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামিরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।